১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লালপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় ভেল্লাবাড়িয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ জানুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জীবনী শীর্ষক আলোচনা সভা ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আতাউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক, সহকারী প্রধান শিক্ষক আলাউদ্দিন, সহকারী শিক্ষক নায়েবউদ্দিন হোসাইন আল আরিফ আফতাব হোসেন, আব্দুর রশিদ, তহমিনা খাতুন প্রমূখ।