মুশফাকুর রহমান সিলেট জেলা প্রতিনিধিঃসিলেট নগরীর লালদিঘীর পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দোকান খুলে বসেছেন এক ব্যবসায়ী। দোকানের সাইন বোর্ডে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ‘শেখ হাসিনা স্টোর’ বিষয়টি নিয়ে তৈরি হয় এলাকায় তোলপাড় ।
জানা যায়, ব্যাবসায়ী সাইফুর হোসেন সাজ্জাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দোকান খুলেন । কেন কি উদ্দেশ্যে তিনি দোকানের সাইনবোর্ডে প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করলেন তা জানা যায়নি। তবে এভাবে বানিজ্যিক ভাবে প্রধানমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার বেআইনি এবং উচিৎ নয়। সাইনবোর্ডের ছবি নিয়ে তোলপাড় হওয়ার পর থেকে দোকানের মালিক পলাতক রয়েছেন। সাইনবোর্ডে উল্লেখিত নাম্বারে দোকান মালিক সাইফুর হোসেন সাজ্জাদকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে, বন্দরবাজার পুলিশ ফাড়ির পুলিশ সদস্যরা লাল দিঘীর পারের ঘটনাস্থলে গিয়ে দোকান টি তালাবদ্ধ পেলে সাইন বোর্ড খুলে নিয়ে আসেন।