ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ১০ নম্বর খেরুয়াজানী ইউনিয়নের যাত্রাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারটি কে বা কারা ভেঙে ফেলেছে। রবিবার মধ্যরাতে শহীদ মিনারটি ভেঙে ফেলা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল-মুনসুর।
তিনি জানান, উপজেলার ১০ নম্বর খেরুয়াজানী ইউনিয়নের যাত্রাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারটি ভেঙে ফেলে দেওয়া হয়েছে। গত বছরও এই শহীদ মিনারটি ভাঙচুর করা হয়।
রবিবার রাত ১১টা পর্যন্ত চৌকিদার পাহারায় ছিল। ভোরে মুসল্লিরা নামাজ পড়তে মসজিদে গিয়ে দেখতে পায় শহীদ মিনারটি পড়ে রয়েছে। এটা ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর হামলা। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারা এ কাজ করতে পারে তাদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। দ্রুত শহীদ মিনারটি মেরামতের কাজ শুরু হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন হিরা জানান, যারা শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে তারা দেশের ভালো চায় না। এটা একটা উস্কানিমূলক ঘটনা।
আইনশৃঙ্খলাবাহিনী তৎপর হলেই অপরাধীরা ধরা পড়বে।