নাসির উদ্দিন,টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে টাঙ্গাইল জেলা ছাত্রলীগ,উপজেলা, শহর শাখা ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার(০৪ জানুয়ারী) সকাল ১০ টা থেকে টাঙ্গাইল জেলায় বিভিন্ন উপজেলায় ও ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।শহরের প্রান কেন্দ নিরালা মোড় শহিদ মিনার প্রাঙ্গনে টাঙ্গাইল জেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল জেলার অভিভাবক জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুক,আরো উপস্থিত ছিলেন,টাঙ্গাইল ২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির,টাঙ্গাইল পৌরসভার সফল মেয়র জেলা আওয়ামিলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, শহর আওয়ামিলীগের সভাপতি বর্তমান মেয়র প্রার্থী সিরাজুল হক আলমগীর, সিনিঃসহ সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির, এই অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগের বিপ্লবী আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, তানভিরুল ইসলাম হিমেল রহমান সোহেল, শফিউল আলম মুকুল প্রমুখ সহ জেলা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা, উপজেলা ছাত্রলীগের শহর ছাত্রলীগের সভাপতি সাধারন সম্পাদক সহ ছাত্রলীগ যুবলীগের অনেক নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করেন। নেতাদের বক্তবে বলেন,টাঙ্গাইল জেলায় ছাত্রলীগকে সু সংগঠিত করে সুন্দর ভাবে পরিচালনা করা হবে।নেতা কর্মীদের পাশে রেখে কাজ করার আহ্বায়ন জানান।