এম.এম.জাহিদ হাসান হৃদয়,আনোয়ারা প্রতিনিধিঃচট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মৎস্য অধিদপ্তরের জাটকা নিধন প্রতিরোধ অভিযান পরিচালনা করে ২ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
রবিবার (৩রা জানুয়ারি) বিকালে উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা রাশিদুল হকের নেতৃত্বে বঙ্গপোসাগর থেকে আসা তিনটি মাছ ধরার বোটে অভিযান চালিয়ে এইসব জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত এইসব জাটকা আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদের নির্দেশে স্থানীয় ১৭টি এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা মৎস্য বিভাগের এফ. এ জাহেদ আহমেদ,অফিস সহকারী মোহাম্মদ এনামুল হক, বাংলাদেশ কোস্ট গার্ড সাংগু-গহিরা এম শফিকুল ইসলাম, পিও সহ কোস্ট গার্ডের কর্মকর্তাবৃন্দ।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা রাশিদুল হক বলেন,গত ১লা নভেম্বর থেকে জাটকা ইলিশ নিধন প্রতিরোধ অভিযান শুরু হয়েছে এবং এই অভিযান আগামী ৩০জুন পর্যন্ত অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, ১-লা নভেম্বর থেকে ৩০শে জুন পর্যন্ত জাটকা নিধন প্রতিরোধের অংশ হিসেবে প্রথমবারের মতো ৫-ই ডিসেম্বর ৯নং পরৈকোড়া ইউনিয়নের ছত্তার-হাট বাজার থেকে ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছিল যা স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়।