জামিরুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধিঃজয়পুরহাট কালায়ে পূর্ব শত্রুতার জেরে বিধবা মোছাঃ হাছনা বেগম (৬৫) কে মারপিটের অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মান্দাই গ্রামে। মারধরের স্বীকার বিধবা হাছনা বেগম ওই গ্রামের মৃত-আঃ ছত্তারের স্ত্রী এবং অভিযুক্ত ময়েন উদ্দিন, আনোয়ারুল ইসলাম, সোহেল রানা একই এলাকার বাসিন্দা।
হাছনা বেগম জানায়, দীর্ঘদিন যাবৎ প্রতিবেশি ময়েন উদ্দিন গংদের সাথে আমার বসত ভিটার রাস্তা নিয়ে দন্দ চলে আসছিল। আজ রোববার সকালে অভিযুক্তরা আমার বাড়িতে এসে কৃষি কাজের কোদাল দিয়ে হত্যার উদেশ্যে মাথাই আঘাত করে অতর্কিত হামলা চালায়।
এবিষয়ে কালাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।