শেখ রনজু আহাম্মেদ রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী জেলা সদরের কামালদিয়া এলাকার পাসপোর্ট অফিসের সামনে ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে বাবুল বিশ্বাস নামে এক প্রবাসী মারা গেছে।
বাবুল বিশ্বাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত হয়েছে মোটর সাইকেলের চালক সোহাগ বিশ্বাস।
রাজবাড়ী থানার উপ পরিদর্শক ( এস আই ) মোঃ বোরহানউদ্দিন জানান, শনিবার নিহত বাবুল বিশ্বাস ও তার ভাতিজা সোহাগ বিশ্বাস ঢাকা থেকে রাজবাড়ীর পাংশা আসছিলেন এ সময় তারা কামাল দিয়া পাসপোর্ট অফিসের সামনে আসলে দ্রুত গতির একটি ট্রাকের ধাক্কায় দিলে সড়কে পরে যায়। এতে ঘটনাস্থলেই বাবুল বিশ্বাস মারা যায়। আর গুরুতর আহত অবস্থায় মোটর সাইকেলের চালক সোহাগ বিশ্বাসকে স্থানীয়রা রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পরবর্তি আইনি পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান তিনি।