মোঃএনামুল হক বাবু, বিনোদন প্রতিবেদনঃ ১ই জানুয়ারি ২০২১ বছরের প্রথম দিন জনপ্রিয় কন্ঠ শিল্পী ও সুরকার মুহাম্মদ মিলন দর্শকদের জন্য নিয়ে এলেন তাঁর কন্ঠে গাওয়া সাধের ময়না শিরোনামের একটি গান।
গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার জামাল হোসেন সুর ও সংগীত করেছেন রেজওয়ান শেখ,
গানটির ভিড়িও নির্মান করেছেন মাহিম আওলাদ,
গানটি রঙ্গন মিউজিক এর ব্যানার থেকে মুক্তি পায়।
গানটির বিষয় নিয়ে মুহাম্মদ মিলন এর সাথে কথা বললে তিনি আমাদের কে জানান গানটি করতে তাঁদের অনেক পরিশ্রম করতে হয়, তাঁদের এই পরিশ্রম সার্থক হবে যদি গানটি দর্শকরা সবাই শুনে তাঁর পাশাপাশি প্রিয়জনদের মাঝে গানটি সেয়ার করে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে