থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে ঘিরে কোনও ধরনের বাড়াবাড়ি ও উচ্ছৃঙ্খলার সৃষ্টি না হয়, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা কাজী মাইনুল ইসলাম পিপিএম জানান, ইংরেজি বর্ষ বিদায় ও নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের ক্ষেত্রে নিরাপত্তাজনিত সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। থার্টি ফার্স্ট নাইট ঘিরে গুজবের বিষয়ে সতর্ক রয়েছি আমরা।
কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মডেল থানাধীন এলাকাগুলোর প্রবেশ মুখে নিরাপত্তা চেক পোষ্ট বসানো হয়েছে। এবং চেকপোষ্ট দিয়ে যাতায়াতকৃত প্রতিটি গাড়িকে তল্লাশী করা হচ্ছে। কেরানীগঞ্জ মডেল থানা ওসি কাজী মাইনুল ইসলাম পিপিএম এবং কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আসাদুজ্জামান টিটু সরেজমিনে প্রতিটি চেকপোষ্টে গিয়ে কার্যক্রম মনিটরিং করছেন।