ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহে শীতার্ত মানুষের মাঝে গতকাল বুধবার মধ্যরাতে কম্বল বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত ব্লাড কল্যাণ সোসাইটি।
“জাগ্রত ব্লাড কল্যাণ সোসাইটি” একটি রক্তদাতা সংগঠন হিসেবে পরিচিত হলেও সংগঠন টি রক্তদান কর্মসূচীর পাশাপাশি সমাজের অসহায় মানুষের সাহায্যার্থে নানাবিধ সামাজিক বা মানবিক কর্মকান্ড পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় সংগঠন টি গত রাতে ময়মনসিংহ নগরীর ব্রিজ ও রেল স্টেশন এলাকায় অসহায় মানুষের মাঝে ১ম ধাপে কম্বল বিতরণ করে। জাগ্রত ব্লাড কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আশিক সকলকে আহবান করে বলেন, আসুন এভাবেই আমরা এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়।
“বাঁচবে মানবতা, যদি অসহায় মানুষের পাশে থাকি আমরা”