শেখ রনজু আহাম্মেদ রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথক দুই জন জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির দুইটি কাতল মাছ। বিশাল আকৃতির ওই মাছ দুটি বিক্রি হয়েছে ৬২ হাজার ৯শ টাকা।
বুধবাব দুপুরে মাছ দুটি ঢাকার দুই ব্যবসায়ীর কাছে বিক্রি করেন দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মোঃ শাজাহান মিয়া স¤্রাট ও মোঃ চান্দু মোল্লা। এর আগে সকালে ঘাটের আড়ত থেকে মাছ দুটি একটু লাভের আশায় কিনে নেন দুই ব্যবসায়ী।
দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী মোঃ শাজাহান মিয়া সম্রাট ও মোঃ চান্দু মোল্লা জানান, ভোরে কৃঞ্চ হলদারের জালে ১৮ কেজি ৭শ গ্রাম ও বেলা ১১ টার দিকে বিকাশ হলদারের জালে ২০ কেজি ৫শ গ্রাম ওজনের কাতল মাছ দুটি ধরা পড়ে। আড়ত থেকে সকালে মোঃ চান্দু মোল্লা ২৬ হাজার টাকায় কিনে ২৮ হাজার টাকায় ও মোঃ শাজাহান মিয়া সম্রাট ৩০ হাজার ৭৫০ টাকায় কিনে ঢাকার ব্যবসায়ীর কাছে ৩৪ হাজার ৯০০ টাকায় মাছ দুটি বিক্রি করেন। এ সময় মাছ দুটি দেখতে ভীর করেন স্থানীয়রা