শেখ রনজু আহাম্মেদ রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন একেএম হেদায়েতুল ইসলাম, বালিয়াকান্দির সাবেক উপজেলা নির্বাহী অফিসার এ কে এম হেদায়েতুল ইসলাম।
বুধবার (২৩ ডিসেম্বর) নিশ্চিত করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। বর্তমানে একেএম হেদায়েতুল ইসলাম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে ঢাকা বিভাগের জেলা পর্যায়ে একজন করে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত করা হয়েছে। তাদেরকে আজ ২৪ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান করা হবে।
রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, রাজবাড়ীর পাঁচটি উপজেলার মধ্যে বালিয়াকান্দির সাবেক নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম ২০২০ সালের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন। বদলি জনিত কারণে তিনি বর্তমানে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় দায়িত্ব পালন করছেন। ২০২০ সালের বেশির ভাগ সময়ই সে বালিয়াকান্দিতে কর্মরত ছিলেন তাই সে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন।
বালিয়াকান্দির সাবেক নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, বুধবার সকাল ১০টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ১৩ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসারদের সম্মাননা প্রদান করা হবে। আমাকে মনোনীত করায় কাজের প্রতি আরো বেশি দায়িত্বশীলতা বাড়িয়ে দিয়েছেন। আমাকে যারা কাজে সহযোগিতা করেছেন বালিয়াকান্দি উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, একেএম হেদায়েতুল ইসলাম করোনাকালীন সময়ে সরকার ঘোষিত সকল নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করেন। তাছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন কর্মকান্ডে তিনি সর্বমহলে ব্যাপক প্রশংসা পান। যা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সারা দেশে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার চালু রাখার প্রজ্ঞাপন জারি করেন।করোনাভাইরাসের সময় দায়িত্ব পালন কালে একে এম হেদায়েতুল ইসলাম, নিজে ও করোনাভাইরাসে আক্রান্ত হন।