শেখ রনজু আহাম্মেদ রাজবাড়ী প্রতিনিধিঃ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী জীবিত মুক্তিযোদ্ধাদের হাতের ছাপ সস্বলিত “ বীরচিহৃ” রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শন করা হয়েছে। এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করায় উপজেলা প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন।
জানাগেছে, বালিয়াকান্দি উপজেলায় ২০২০ সালের ফেব্রুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত জীবিত বীরমুক্তিযোদ্ধাদের হাতের ছাপ “ বীরচিহৃ” ও পাশাপাশি নাম বড় ধরনের বিলবোর্ডে টাঙ্গানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, সাবেক উপজেলা নির্বাহী অফিসার হেদায়েতুল ইসলাম এ উদ্যোগ গ্রহণ করে। বদলী হওয়ার কারণে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস,এম আবু দারদা ও সমাজ সেবা অফিসার অজয় হালদারের আন্তরিক প্রচেষ্টায় প্রদর্শন করতে পেরেছি। মুলত মুক্তিযোদ্ধাদের একটি স্মৃতি ধরে রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।