ভারতে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটির সীমানা। এর মধ্যে গত শনিবার ২৪ ঘন্টার মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাড়ে ২৬ হাজারের বেশি মানুষ। রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। তবে মৃত্যুহার কমে আসায় আশার আলো দেখছেন ভারতীয় চিকিৎসকমহল।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪১ জন এবং আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬২৪ জন। এছাড়াও, সুস্থ হয়েছেন ২৯ হাজার ৬৯০ জন। গত প্রায় এক মাসে দেশটিতে প্রায় ১০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের হিসাবে ভারতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৪৫ হাজার ৪৭৭ জন এবং আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩১ হাজার ২২৩ জন। আক্রান্তের সংখ্যা বিবেচনায় বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয় ও মৃত্যুর সংখ্যা বিবেচনায় তৃতীয়।