দ্যা গ্রেট খালি রেসলিং জগতের পরিচিত একটি মুখ। যারা রেসলিং নিয়মিত দেখেন এবং যারা রেসলিংয়ের খোজ খবর রাখেন তারা সবাই WWE বা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের পরিচিত একটি মুখ খালি কে চিনেন। এবার আমরা জানাবো খালি এর না জানা ৮টি তথ্য।
- খালি এর প্রকৃত নাম হচ্ছে দলীপ সিং রানা। ১৯৭২ এর ২৭ আগষ্ট তিনি ভারতের হিমাচল প্রদেশে ধিরানা শহরে জন্ম গ্রহন করেন।
- রেসলার হবার আগ পর্যন্ত তিনি পাঞ্জাবে পুলিশের সাব ইন্সপেক্টর হিসাবে কর্মরত ছিলেন।
- দ্যা গ্রেট খালির পায়ের সাথে শারিরীক গঠনের মানানসই কোন ভাবেই হয় না। এ জন্য তিনি সব সময় ই লম্বা প্যান্ট পরেন।
- ব্যক্তিগত জীবনে তিনি যথেষ্ট নম্র, ভদ্র এবং শান্ত। যদিও রেসলিং এ তাকে খুব ই ভয়ঙ্কর মনে হয়। খাদ্যভাসে তিনি নিরামিষ ভোজী । তিনি অন্যান্য ৮/১০ টা রেসলারের তুলনায় অনেক নিয়ন্ত্রিত জীবন যাপন করে থাকেন। কোন প্রকার নেশা /তামাক কিছুই খান না তিনি। এমন কি চা কিংবা কফি পর্যন্ত পান করেন না।
- রেসলিং ছাড়াও অভিনয় জগৎ এ কাজ করছেন খালি। কয়েকটি হলিউড বলিউড এবং একটি ফ্রেঞ্জ মুভিতে অভিনয় করেছেন তিনি। ইতি মধ্যে তার হাতে রয়েছে ডজন খানেকের বেশি সিনেমায় কাজ। তাছাড়া অনেক টেলিভিশন অনুষ্ঠানে ও অংশ নিয়েছেন তিনি।
- ২০০১ সালে ব্রায়াং অং নামে এক রেসলারকে মাথার উপর তুলে আছার মারেন খালি। এর কিছুদিন পরেই ব্রয়াং অন মারা যায় । তবে এর জন্য কোন প্রকার আইনী ঝামেলায় পড়তে হয় নি খালি কে।
- খালী যদিও দেখতে দানবিক। তার বাবা মা কিন্তু স্বাভাবিক উচ্চতার ই। খালীর এই অস্বাভাবিক উচ্চতার জন্য দায়ী পিটুইটারি গ্রান্ডে একটি টিউমার। টিউমারটি অপসারনের জন্য ২০১২ সালে অস্ত্র পাচার ও হয়েছে।
- মানবীয় এ দানব বিয়ে করেন ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারী ।
আরো পড়ুন : মাত্র ৬ বছর বয়সেই বিশ্ব রেকর্ড করলো।
নিউজ ঢাকা ২৪
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে