নাসির উদ্দিন,টাঙ্গাইল প্রতিনিধিঃ
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সবজি বোঝাই ট্রাক খাদে পরে চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে মহাসড়কের বাইখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক মো. রেজাউল করিম জানান, ভোরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সবজি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পরে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্যু হয়। আহত হয় আরো দুইজন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে