পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরে ইন্দুরকানীতে নানা কর্মসুচীর মধ্যদিয়ে ৪৯ তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসুচি শুরু হয়ে স্বধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, আলোচনা সভাসহ নানা কর্মসুচিতে দিনটিছিল সাজানো।
৪৯ তম বিজয়ে উপজেলা প্রসাশন,উপজেলা পরিষদ, ইন্দুরকানী থানা, উপজেলা আওয়ামিলীগ, জাতিয় পার্টি জেপি, যুবলীগ ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল সমুহ জাতির জনকের প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্ঘ অর্পণ করেন। উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মাদ আল-মুজাহিদের নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলিগ সভাপতি এ্যাড, এম মতিউর রহমান ও সাধারন সম্পাদক মোঃ সেলিম হাওলাদারের নেতৃত্বে আওমিলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন। জাতিয় পার্টি জেপি সাধারণ সম্পাদক শাহিন হাওলাদারের নেতৃত্বে জাতিয় পার্টি জেপি, যুব সংহতী বিজয় দিবসের পুষ্পার্ঘ অর্পন করেন।