শেখ রনজু আহাম্মেদ রাজবাড়ী প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় রাজবাড়ীতে এ্যাডভোকেট এম এ খালেক স্মৃতি পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে রেলস্টেশন এলাকায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম এ্যাডভোকেট এম এ খালেকের চেম্বার এলাকা থেকে বের করা হয় একটি বিজয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রেলগেট শহীদ স্মৃতি চত্ত্বরে এসে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পন করে।
এ সময় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মরহুম এ্যাডভোকেট এম এ খালেকের বড় ছেলে এম এ খালেদ পাভেল, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এ্যাডভোকেট রবিউল আলম, বিএনপি নেতা, খোন্দকার নুরুল নেওয়াজ নুরু, মীর লায়েক আলী, দুলাল চৌধুরী, গোলাম কাসেম, আব্দুল মালেক, মশিউর রহমান, মোসলেম উদ্দিন, আবুল কাশেম মিয়াসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।