অসীম কুমার,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
ভোর ৬ ঘটিকায় পুষ্পস্তবক অর্পণ করেন বগুড়া ৪ আসনের (নন্দীগ্রাম-কাহালু) সংসদ সদস্য মোশাররফ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আকতার। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা পরিষদ, উপজেলার বিভিন্ন সরকারি – বেসরকারি দফতর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, প্রেস ক্লাব ও সর্বস্তরের জনসাধারণ।
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বিজয়ের ৪৯তম বার্ষিকী।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনীর ৯১,৬৩৪ জন সেনাসদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের।
৩০ লাখ শহীদের আত্মত্যাগ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমে অর্জিত হয় এ স্বাধীনতা।