যশোর প্রতিনিধি :বুধবার ভোর সাড়ে ৬টা থেকে আনুষ্ঠানিকভাবে যশোর জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়। যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।বুধবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সূচনা হয় দিবসের শুভ সূচনা করা হয়।
শার্শা: বিপুল উৎসাহ উদ্দীপনা ও জাতির সূর্য সন্তানদের স্মরণের মধ্য দিয়ে শার্শা উপজেলায় বিজয়ের ৪৯ বছর উদযাপন করা হয়েছে।শার্শা উপজেলার অন্তর্গত কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে সংস্কৃতির ব্যক্তি ও রাজনৈতিক দলের সংগঠন গুলো।
কোতোয়ালী : যশোর জেলা সদরে নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকালে বিজয় দিবসে বিজয় স্তম্ভে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য কুচকাওয়াজ, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
কেশবপুর:কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। বুধবার দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির পর পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
বাঘারপাড়া: বিনম্র শ্রদ্ধা ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের নানাভাবে স্বরণের মধ্য দিয়ে বাঘারপাড়ায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার দিনের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিনটি শুরু হয়।
চৌগাছা : চৌগাছায় যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে উপজেলা সড়কে অবস্থিত মুজিব চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের শুরু হয়।এসময় উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের পক্ষ থেকে বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণ করে।
মনিরামপুর: নানা আয়োজনের মধ্য দিয়ে মনিরামপুরে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিনের প্রথম প্রহরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভালোবাসায় যশোরে উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস। দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা পুলিশ প্যারেড ময়দানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি উপযাপন করেছে।দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যেমন মেতেছেন বিজয়ের আনন্দে, তেমনি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছেন একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের।