লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে ওয়ালিয়া তরুণ সমাজের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে এ উপলক্ষে অালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন, সংগঠনের উপদেষ্টা ও রাবির পিএইচডি গবেষক ভাস্কর সরকার, সভাপতি আশিকুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন প্রমূখ।