শেখ রনজু আহাম্মেদ রাজবাড়ী প্রতিনিধি: ঘন কুয়াশার কারনে দেশের গুরুত্বপূর্ন নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে টানা সাত ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। সেই সাথে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে ৫ টি ফেরিও পারে এসেছে। তবে আটকে থাকা ওই ফেরির যাত্রী ও চালকেরা সারারাত মাঝ নদীতে প্রচন্ড শীতে অবর্ননীয় দুর্ভোগের স্বীকার হয়েছে।
বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, সোমবার সন্ধ্যার পর থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে এতে রাত আড়াইটার সময় নৌযান চলাচল ঝুকিপূর্ন হয়ে পরলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
পরে মঙ্গলবার সকাল ৯ টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি পারাপার স্বাভাবিক হয়।
এদিকে দীর্ঘ্য সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুইপারে পারের অপেক্ষায় আটকে পরে অন্তত ৫ শতছোট বড় যানবাহন। প্রচন্ত শীত আর কুয়াশায় চরম ভোগান্তিতে পরে বয়স্ক ও শিশু যাত্রীরা।
তবে ঘাট কর্তৃপক্ষ অগ্রাধীকার ভিত্তিতে যাত্রীবাহি যানবাহনগুলো পারাপার করায় ভোগান্তিতে পরে পন্যবাহি ট্রাকের চালকেরা।