বরিশালঃ বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২০ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেছে সম্মেলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)।
সোমবার (১৪ ডিসেম্বর) সকালে সংগঠনটির পক্ষ থেকে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংবাদিক পরিষদ ‘এসএসপি’র কেন্দ্রীয় সহ-সভাপতি রোমান চৌধুরী, সম্মিলিত সাংবাদিক পরিষদ ‘এসএসপি’ সম্মেলন বাস্তবায়ন কমিটি বরিশাল জেলা আহবায়ক শফিউর রহমান কামাল, সদস্য সচিব রাজিব তাজ, যুগ্ম আহবায়ক ইব্রাহিম খলিল রুবেল, সত্য সংবাদ পত্রিকার সম্পাদক ফয়সাল রাকিব, বিজয়ের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও বিবিএস নিউজ ২৪ এর বরিশাল ব্যুরো প্রধান সৈয়দ নাঈম, সাংবাদিক আম্মান প্রমূখ।