শেখ রনজু আহাম্মেদ রাজবাড়ী প্রতিনিধিঃ কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গচুরের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।
সোমবার সকালে ভাস্কর্য ভাঙ্গচুরের প্রতিবাদ ও দোশীদের আইনের আওতায় এনে বিচারের দাবীতে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচী পালন করে জাসদ রাজবাড়ী জেলা শাখা।
মানববন্ধন কর্মসুচীতে জাসদ রাজবাড়ী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুনিরুল হক মুনির, যুগ্ন সাধারন সম্পাদক কুতুব উদ্দিন, শারমিন সুলতানা পরশ প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা এ সময় বলেন, সংবিধান ও বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রশ্নে কোন ছাড় বা সমঝোতা করা হবে না। রাষ্ট্রদ্রোহী, রাজনৈতিক ও ধর্ম ব্যাবসায়ী মোল্লা ফতোয়াবাজদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।