সজিবুল ইসলাম হৃদয়, নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে আগামী গোপালপুর পৌর নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীরা চাঙা হয়ে উঠেছেন। ইতোমধ্যেই প্রার্থীরা দলীয় নমিনেশন ফর্ম জমা দিয়ে শোভাযাত্রা, মোটর শোডাউন, সভা-সমাবেশসহ নানা তৎপরতা শুরু করেছেন।
তার ধারাবাহিকতায় নিয়মিত গণসংযোগের অংশ হিসেবে রোববার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী পৌর এলাকায় উপজেলা মোড়, রেলগেট, বাজার এলাকায় গণসংযোগ করেন মেয়র পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রোকসানা মর্তুজা লিলি।
এসময় তিনি সাধারণ মানুষদের গোপালপুর পৌরসভাকে আধুনিকায়ন পৌরসভা হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখাচ্ছেন। এছাড়া দলীয় মনোনয়ন পেতে তিনি অনেক দিন যাবত মাঠে ব্যাপক প্রচার- প্রচারণা করে পৌরবাসীর নজরে এসেছেন।
এসময় আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।