টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারে নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রয় করায় জরিমানা করা হয়েছে। রবিবার (১৩ ডিসেম্বর) সকালে গোবিন্দাসী বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন অভিযান চালিয়ে খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকার মোঃ আব্দুল রশিদ খানকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন বলেন, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রয়, মেয়াদোত্তীর্ণ সারের লেভেল বদলিয়ে প্রতারণা ও অননুমোদিত কীটনাশক বিক্রয়ের জন্য গোবিন্দাসী বাজারের খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকার মোঃ আব্দুল রশিদ খানকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং দুজন পথচারীকে মাস্ক না পড়ার জন্য একশ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া বাজারে আসা পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। তিনি আরো বলেন, আমাদের এ অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।