হৃদয় এস সরকার,নরসিংদী: সাধারণ মানুষের ধার প্রান্তে আধুনিক প্রযুক্তি সহজীকরণের
মাধ্যমে ডিজিটাল প্লাটর্ফম তৈরী, বিভিন্ন অ্যাপস ও ওয়েবসাইট ব্যবহার করে অল্প সময়ে জটিল কাজ নিরসন করে তথ্য ও প্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখায় জাতীয় পর্যায়ে ডিজিটাল বাংলাদেশ পুরস্কারের সম্মানা পেয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
শনিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উপলক্ষে নরসিংদীর জেলা প্রশাসকের হাতে তথ্য ও যোগাযোগ ব্যবহার করে নাগরিক সেবার মানোন্নয়নের জন্যে এ সম্মানা ও সনদপত্র তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় বাংলাদেশের রাষ্ট্রপতি মাননীয় মো: আবদুল হামিদ ভার্চুয়াল মাধ্যমে উপস্থিতে ছিলেন।