শেখ রনজু আহাম্মেদ রাজবাড়ী প্রতিনিধিঃ “ জাতীর পিতার সম্মান-রাখবো মোরা অম্লান” এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গচুরের প্রতিবাদে রাজবাড়ীতে প্রতিবাদ সভা করেছে সরকারী কর্মকর্তা ফোরাম।
শনিবার সকাল সাড়ে দশটার সময় সরকারী কর্মকর্তা ফোরামের উদ্যোগে রাজবাড়ীর অফিসার্স ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন বক্তৃতা করেন।এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকতা কর্মচরী উপস্থিত ছিলেন ।
বক্তারা এ সময় যারা জাতীর পিতার ভাস্কর্যের উপর হামলা করেছে তাদের প্রতি ঘৃনা জানান। সেই সাথে জাতীর পিতার সম্মান রাখতে সকলকে সচেতন থেকে উগ্র মৌলবাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহব্বান জানান।
এছাড়া রাজবাড়ীর প্রেসক্লাবের সামনে রাজবাড়ী জেলা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতির ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী নেতৃত্বতে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বর্ক্তব্যদেন , জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাফ, চেম্বার অব কর্মাস এর পরিচালক সিরাজুল ইসলাম ,সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন ,পরিচালক আব্দুল সালাম মন্ডল ,পরিচালক নুরুলহক আলম , সহ-সভাপতি মোঃ শামিনুল ইসলাম শামু,পরিচালক অরূপ দত্ত হলি,পরিচালক মোঃ জাকির হোসেন , পরিচালক শফিকুল ইসলাম সফি, সহ সভাপতি মোঃ মুরাদ হাসান, সচিব মোঃ সোহেল মন্ডল প্রমূখ।