রহমতউল্লাহ আশিকুর জামান নুরঃ নওগাঁর, বদলগাছি উপজেলা অধীনস্থ ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) উপহার দিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এফএসডিও
একদল ছাত্রদের নিয়ে এ সংগঠনের যাত্রা শুরু হয় ২০১৫ সালে। ক্রমাগত তাড়া সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে-
তাদের নানামুখী কাজ গুলোর মধ্যে অন্যতম বিনামূল্যে রক্ত প্রদান, বিনামূল্যে চিকিৎসা সেবা, দুই ঈদে অসহায়দের জন্য বস্ত্র ও খাদ্য উপহার, শীতবস্ত্র উপহার, বৃক্ষরোপণ ইত্যাদি।
সংগঠনটির সদস্যের সাথে কথা বলে জানা যায়,
তাদের লক্ষ্য সমাজের প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
সংগঠনটির পক্ষ থেকে সভাপতি মোহাম্মদ পিয়াস হোসেন সকলকে তাদের কাজে সার্বিক ভাবে শামিল হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন।