গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মেলবোর্ন বিএনপির সভাপতি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ মনি ( হাজী মনি ) ।
শুক্রবার (৮ ই ডিসেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পরলে দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে তার পরিবারের সাথে যোগাযোগ করে যানাযায় তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার মারসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মারসি হাসপাতাল এর ডাক্তারদের সাথে আলাপ হলে তারা জানান, তার (হাজী মনি) হার্টে সমস্যা হয়েছে। আমরা আশা করি খুব দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন ।
এর আগে তার বুকে ৩ টি রিং পরানো হয়েছিলো বলে জানায় তার পরিবারের সদস্যরা। হাজী মনির দ্রুত সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চেয়েছেন তার পরিবার।
আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ মনি দীর্ঘ দিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি বর্তমানে অষ্ট্রেলিয়া বিএনপির সভাপতি। আগামী নির্বাচনে ঢাকা-৭ এবং ঢাকা-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
উল্লেখ্য হাজী মনি বিএনপির দুরদিনের কান্ডারী এবং ঢাকা ৭ আসনের সাবেক সাংসদ প্রয়াত নাসির উদ্দিন পিন্টুর আপন ছোট ভাই।
আরো পড়ুন : মনি কোন আসনের ???