অকালে
মুহাম্মদ রায়হান আদনান
জীবন নদী যায় শুকিয়ে
অকালে,
সুখের ভেলা দাও ভাসিয়ে
ফুলের মালা কই রেখেছো
লুকিয়ে?
সময় হলো নাও পরিয়ে
রবির আলো পুব-আকাশে
ছড়িয়ে,
আঁধার দিলো দূর বিদেশে
তাড়িয়ে৷
মনের জ্বালা রয় ধরাতে
নীরবে,
করুণ সুরে গান তুলেছে
স্বরবে৷
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে