এস,এম,শামীম(ফুলপুর) ময়মনসিংহ প্রতিনিধিঃ- ময়মনসিংহের তারাকান্দায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
জানা গেছে, ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক’ সার্কেলের পরিদর্শক কাজী হাবিবুর রহমান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তারাকান্দা উপজেলার রাজদারিকেল গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত জহুর আলীর ছেলে মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী আঃ হামিদ (৪০) এর বসতবাড়িতে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপস্থিতি টের পেয়ে আসামি হামিদ পালিয়ে গেলেও, তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট গুলো উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তের পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে তারাকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
তারাকান্দা থানা সুত্রে জানা যায়,পলাতক মাদক ব্যবসায়ী আঃ হামিদের বিরুদ্ধে পূর্বেও একাধিকবার মাদক মামলায় জেলখাটা সহ একাধিক মাদক মামলা রয়েছে।