মোঃ মেজবাউল হোসেন, নীলফামারী (ডিমলা) প্রতিনিধিঃ “সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ। পাট পণ্য ব্যবহার করুন, পলিথিন বর্জন করুন।”
বুধবার (২৫-নভেম্বর) দুপুরে ডিমলায় পলিথিন বর্জন ও পাটজাত পণ্য ব্যবহারের ধারাবাহিকতায় ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট কাঁচাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায়।
এ সময় পলিথিনের ব্যাগ ও বস্তা ব্যবহার করায় দুটি দোকানে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা পাট উন্নয়ন অফিসার মহিবুর রহমান লোহানি, ডিমলা থানার এএস আই মাহাবুব হোসেন সহ সঙ্গীয় ফোর্স, পেসকার রোকুনজ্জান রোকন।