মুহাম্মদ রায়হান আদনান,রামগড়,খাগড়াছড়িঃখাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার রামগড় গণিয়াতুল উলুম আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় রাত্রিকালীন শর্ট পিচ ক্রিক্রেট টুর্নামেন্ট ২০২০।রামগড় উপজেলার তরুণ ছাত্রসমাজের উদ্দ্যাগে অনুষ্ঠিত এটি। গতকাল রোজ রবিবার রাত ৯ ঘটিকায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় অংশগ্রহন করে দুই শক্তিশালী দল নজিরটিলা একাদশ বনাম The Warriors। টান টান উওেজনায় নজিরটিলা একাদশ খেলায় বিজয় লাভ করে।খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান জনাব বিশ্ব প্রদীপ কুমার ত্রিপুরা।আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব কামাল হোসেন,জনাব ফারুক হোসেনসহ আরও অনেকে।
খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান। তিনি খেলার আয়োজক কমিটির প্রশংসা করেন, তিনি বলেন এভাবে খেলাধুলা চলতে থাকলে যুব সমাজ খেলাধুলার প্রতি মনোযোগি হবে এবং মাদক থেকে দূরে সরে যেতে পারবে।তিনি প্রতি বছর এমন টুর্নামেন্ট আয়োজন করার কথা জানান।