শেখ রনজু আহাম্মেদ রাজবাড়ী প্রতিনিধিঃকরোনা সংক্রমণের দ্বিতীয় ওয়েভ ঠেকাতে ও জনসচেতনতা সৃষ্টি করতে বালিয়াকান্দি উপজেলায় নারুয়া ইউনিয়নে নারুয়া বাজারে স্বাস্থ্য বিধি না মানায় ৬জনকে জরিমানা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৩ টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আবু দারদা উপজেলার নারুয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় স্বাস্থ্যবিধি না মেনে জনসমাগমপূর্ণ স্থানে মাস্কবিহীন অবস্থায় চলাফেরার দায়ে ৬জনকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪(২) ধারায় ১ হাজার ২০০ টাকা জরিমানা করেন। এসময় প্রায় ৫০টি মাস্ক বিতরণ করেন। সাপ্তাহিক হাটের দিন হওয়ায় ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার সময় মাস্ক পরিধানের বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয় ও মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রয় না করতে অনুরোধ করা হয়। এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যরা।