বি পি এল -বাংলাদেশ প্রিমিয়ার লীগের নামে টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা খেলায় সারাদেশে জুয়া খেলা ভয়ংকর পর্যায়ে পৌঁছে গেছে। জুয়ার সঙ্গে এক যোগে বাড়ছে হত্যা, মারামারি ও চুরি-ছিনতাইসহ নানা ধরনের অপরাধও।
এরই মধ্যে রাজধানীর পূর্ব বাড্ডা এলাকায় একজন বিশ্ববিদ্যালয় ছাত্র খুন হয়েছে। বি পি এল -এর প্রতিযোগিতা যতো জমে উঠতে শুরু করেছে তার সঙ্গে অপরাধও ততোই বাড়তে শুরু করছে। ভয়াবহ এই জুয়ার আসর ধ্বংশ করছে আমাদের যুব সমাজকে।
এখন দেখা যায় সব ধরনের খেলাতেই জুয়ার আসর বসে থাকে। তার ধারাবাহিকতায় এবারের বি পি এল এর আসর শুরু হয়াতে বর্তমানে ব্যস্ত সময় পার করছে জুয়াড়ীরা। প্রতিদিন প্রায় কোটি কোটি টাকার জুয়া হচ্ছে এই লীগ কে ঘিরে । আমাদের আশেপাশে আনাচে কানাচে তাকালেই বাজিকরদের অনেক দৃশ্য চোখে পড়ে ।
তবে এই বিষয় প্রতিবাদ করার মতো কাউকেই চোখে পড়ে না। অাবার কেউ বা মুখ খুললেই তাকে ক্ষমতার জোড়ে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়া হয়। যার ফলে নানান ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারন মানুষ । ফলে দিনের পর দিন জুয়ার সাথে বেড়ে চলছে অপরাধ প্রবনতা। বাজির টাকা জোগাড় করতে গিয়ে অনেকেই জড়িয়ে পড়ছে নানা অপরাধে।
জুয়ার আসরের শীর্ষে থাকা এলাকা গুলো মধ্যে প্রথম স্থান দখল করে রেখেছে রাজধানী পুরান ঢাকা। ডিএসসিসি নগর ভবনের উল্টো পাশে ফ্লাই ওভারের নিচে জমজমাট হয়ে উঠে জুয়ারিদের অাসর । ফ্লাই ওভারের এই অংশে থাকা স্থায়ী ব্যবসায়ী হারুনের কাছে এ বিষয় জানতে চাইলে তিনি জানান, দীর্ঘ কয়েক বছর যাবত প্রতিদিন এই জায়গাতে জুয়ার আসর বসে থাকে। ছোট বড় সকল বয়সের মানুষ এই আসরে অংশ গ্রহন করে থাকে। দীর্ঘ দিন ধরে এই জায়গা টিতে জুয়ার আসর বসার ফলে নানা ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার যুব সমজ ও আমাদের ব্যবসায়ী পরিবেশ। এদেরকে প্রতিরোধ করা যায় না। কারন প্রসাশন এর কিছু লোক এখানে জড়িত রয়েছে।
এছাড়া গুলিস্থান হল মার্কেটের পিছনে, যুগীনগর বাজারে ছোট বড়ো জুয়ার আসর বসে। ধোলাইখাল ট্রাক স্টেশন এ ও জুয়ার আসর বসে।
কেও হয় তো বা কোন দল জিতবে তার উপর বাজি লাগায়। কেউ আবার এক ওভার এ কত রান হবে তার উপর। কেউ কেউ কোন দল বা খেলোয়ার কত রান করবে তার উপর তার উপর ও বাজি ধরে।তবে প্রতি বলে বলে ও জুয়া খেলার রেকর্ড রয়েছে।
ওয়ারী এলাকার এক তরুন মোঃ সায়েম জানায় প্রায় দীর্ঘ দিন যাবত নারিন্দা জুনিয়র লয়ন্স ক্লাবে প্রতিদিন ঠিক সন্ধার সময় থেকে শুরু করে রাত পযর্ন্ত নানান ভাবে জুয়া খেলা হয়। প্রশাসন এই বিষয় জানলে ও তা নজর এ দেয়া হয় না।মাঝে মাঝে লোক দেখানো অভিযান চালালেও তার সঠিক বাস্তবায়ন অাজও হয়নি।
নারিন্দা ফকির চান কমিটি সেন্টার এর ৩য় তলায় ও চলে জুয়ার আসর। এ বিষয়ে তথ্য যাচাই করতে গেলে ওখানকার এক লোক জানান এইটা আওয়ামীলীগ এর অফিস এই খানে আপনাদের এত জানার কিছু নাই।
পুরান ঢাকার বিভিন্ন চা এর দোকান ও লন্ড্রিতে অলিতে গলিতে বসে জুয়ার আসর । জুয়ার টাকা সংগ্রহ করতে গিয়ে যুব সমাজ জড়িয়ে পরছে নানা ধরনের অপকর্মে। এ বিষয়ে প্রশাসনের ও তেমন কোন পদক্ষেপ নেই বললেই চলে।
আরো পড়ুন: কতো টুকু ঘুম আমাদের জরুরী।
ওয়ালিদ হোসেন ফাহিম।
নিউজ ঢাকা ২৪ ডটকম।
cialis seling cialis shop buy cialis online free shipping
viagra super active viagra 50 pills doctor prescription
canadian family pharmacy canadian pharcharmy onlinecanadian online pharmacy canadian pharcharmy onlinecanadian online pharmacy
pharmacy online pharmacie drug prices comparison
how to buy viagra no prescription 300 mg viagra buy viagraa online
pharmacy on line meds online approved canadian online pharmacies
can you buy viagra online in canada trusted online pharmacy reviews blackmarket viagra
online pharmacy drugstore arthritis Cialis
viagra australian dapoxetine vs viagra generic viagra
no 1 canadian pharcharmy online compound pharmacy top rated online canadian pharmacies
viagra canada customs viagra brand 100mg generic viagra sildenfil citrate australia
cialis prix france pharmacie cialis viagra levitra prices cialis farmacodinamica
generika fГјr cialis cialis manufacturer coupons cialis is great
payday loans in lebanon tennessee payday loan pontiac mi cash loans wilmington ca
new payday loan regulations 2016 does cash advance build credit cash stop loans kamloops
cialissite:au cialis funny wholesale cialis
payday loans cathedral city california mr money mustache auto loan cash to payday loan
purpose of cash advance policy maximum cash out refinance va loan where to cash a tower loan check
viagra gold what is it viagra brand but viagra online
j27oj 33z67 92fo