মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৫০০ পিস ইয়াবাসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব ১০ সিপিসি ০২ এর একটি টিম। র্যাব ১০ এর এডি আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ডিএমপি ঢাকার কদমতলী থানাধীন মিরাজ নগর এলাকায় মাদক ক্রয় বিক্রয় করা হচ্ছে।
পরে ২৭ অক্টোবর রাত সাড়ে এগারটায় কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এবং স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক আমিনুল ইসলাম এর নেতৃত্বে র্যাবের একটি দল মিরাজ নগর এলাকায় অভিযান চালায়।
অভিযানে কদমতলী থানাধীন মিরাজ নগর এলাকা থেকে মাদক বিক্রি করার সময় মাদক ব্যবসায়ী মো: আবুল হোসেন (৪০) ও মো: সোনা মিয়া (৪৯) কে গ্রেপ্তার করা হয়।
র্যাব সদস্যরা আটককৃতদের দেহ তল্লাশী করে তাদের কাছ থেকে ৫৫০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত চার টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে র্যাব বাদী হয়ে ডেএমপি ঢাকা কদমতলী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। এবং গ্রেপ্তারকৃত আসামীসহ উদ্ধার হওয়া মালামাল থানায় হস্তান্তর করে।