পশ্চিম বঙ্গের খ্যাতিনাম এবং প্রখ্যাত কন্ঠশিল্পি কবীর সুমন এবার রোহিঙ্গাদের দু:খ দুর্দশা নিয়ে গান গাইলেন। তার এই গানের কথা গুলো মন ছুয়েছে সবার ই।
মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধ সম্প্রদায়ের রোহিঙ্গা হত্যাযজ্ঞ নিয়ে যখন জাতিসংঘ সহ সারাবিশ্বে নিন্দার ঝড় বইছে ঠিক তখনই ভারতের পশ্চিম বঙ্গের প্রখ্যাত কণ্ঠশিল্পী কবীর সুমনের কণ্ঠ সোচ্চার হয়ে উঠল রোহিঙ্গাদের পক্ষে। তার গানে উঠে এসেছে মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের যাদের সুকৌশলে ও পরিকল্পিতভাবে রাষ্ট্রহারা করেছে দেশটির সরকার।
বৃহস্পতিবার কবীর সুমন এর ফেসবুক পেজে লিখা স্ট্যাটাসটা দর্শকদের জন্য সরাসরি তুলে ধরা হলো:
রোহিঙ্গা –
খারাপ রেকর্ডিং। ফ্যানের আওয়াজ + কম্প্রেশন এফেক্ট। নিরূপায়।
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক বন্ধু আমার কাছে এমন একটি গান চেয়েছিলেন তাই একটি গান তৈরি করে ঘরে রেকর্ড করলাম। মাইক্রোফোনে হাওয়ার আওয়াজ এসেছে। আমার শরীর ভাল নয়। গরমে রেকর্ড করা আর সম্ভব নয়। এই রচনা ও রেকর্ডিং এর ধ্বনিবৈশিষ্ট ও ধ্বনি-উৎকর্ষের চেয়ে রচনাটি বেশি গুরুত্বপূর্ণ।
একটি অনুরোধ – আমাকে যদি কেউ সত্যিই ভালবাসেন এই ধরণের গান আর করতে বলবেন না। খুব কষ্ট হয়। আমার জীবনের সেরা কাজ আমি এখন করে চলেছি – বাংলা ভাষায় বিভিন্ন রাগে বিলম্বিত ও মধ্য/দ্রুত লয়ে খেয়ালগান তৈরি। এটি ঐতিহাসিক কাজ যা আর কেউ এই পরিসরে, এই উৎকর্ষ বজায় রেখে, এই সংখ্যায় কোনোদিনই করেননি আধুনিক, সমকালীন বাংলা ভাষায়। আমি জানি এ জন্য আমায় আমার জাতি সাধুবাদ দেবে না, বরং অন্য কিছু দেবে। তাতে আমারযায় আসেনা। আমি বাঙালি জাতির জন্য কাজটি করছি না, বাংলা ভাষার জন্য করছি।
সালাম।
**********************************************
বর্মীবাহিনী নেমেছে মাঠে
রোহিঙ্গা জানে কে গলা কাটে
শান্তিপদ্মে কী-ভীষণ হুম
রোহিঙ্গা জানে রাত্রি নিঝুম।
মিডিয়া-ছবিতে অস্ত্র হাতে
গেরুয়াধারীরা অনেক রাতে
রোহিঙ্গাদের নিধনে শান্তি
বর্মীবাহিনী নধরকান্তি।
হাজার বছর আরাকানে বাস
রোহিঙ্গাদের থ্যাঁতলানো লাশ
রোহিঙ্গা মেয়ে গর্ভে লাথি
শান্তির নামে ধর্ষণে মাতি।
এ হলো মানুষ তীর্থফেরা
সবার ওপরে সত্য এরা
কারা রোহিঙ্গা কী যায় আসে
বসছে শকুন শিশুর লাশে।
স্বাগত শকুন তোমারই যোগ্য
আমরা মানুষ পোকার ভোগ্য
উপড়নো চোখ তোমাকেই দেব
শুনলে এ-গান রোহিঙ্গা ভেবো।
কবীর সুমনের গান টি শুনতে চাইলে: এখানে ক্লিক করুন।
আরো পড়ুন: ব্লু হোয়েল কি ?
মোহাম্মদ উল্লাহ মাহমুদ ।
নিউজ ঢাকা ২৪ ডটকম।
hydroxychloroquine malaria prophylaxis https://hydroxychloroquine.webbfenix.com/
ivermectin prescription only https://ivermectin.mlsmalta.com/
Paragraph writing is also a excitement, if you know then you can write or else it is complex to write.|
cost of cialis at walgreens https://wisig.org/
cost of albuterol sulfate solution https://amstyles.com/
dapoxetine cream gel https://ddapoxetine.com/
cialis strength levels https://tadalafil.cleckleyfloors.com/
hydroxychloroquine online mexico https://hydroxychloroquinee.com/
hydroxychloroquine acr pdf https://sale.azhydroxychloroquine.com/
prescription pain killers online https://edmeds.buszcentrum.com/
sildenafil without doctor prescription https://sildenafili.com/