এলেন, খেললেন, জয় করলেন। লিওনেল মেসির জন্য ব্যাপারটা এমন ই। তার হ্যাটট্রিকে রাশিয়া বিশ্বকাপের টিকেট কনফার্ম করলো আর্জেন্টিনা।ইকুয়েডরের বিপক্ষে বাচা-মরার লড়াইয়ে বুধবার ৩-১ গোলে জয় পেয়ে আগামী বিশ্বকাপের টিকেট হাতে পেল আর্জেন্টিনা।
বাচা মরার লড়াই ছিলো বুধবার ইকুয়েডরের বিপক্ষে। হারলেই বিশ্বকাপ থেকে বাদ সমীকরনটা ছিলো এমন। এমন একটা ম্যাচে ৩-১ গোলে জয় পেয়ে ১৮ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট নিয়ে ৩য় হয়ে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে আর্জেন্টিনা ।
ব্রাজিল শীর্ষে আছে ৪১ পয়েন্ট নিয়ে। উরুগুয়ে অবস্থান ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে। কলম্বিয়া ২৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে থেকে রাশিয়া বিশ্বকাপের টিকেট কেটেছে। তবে চিলির জন্য দুর্ভাগ্য বটে। রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো কোপা আমেরিকার চ্যাম্পিয়ানরা। পেরু চিলির সমান পয়েন্ট হলেও গোল ব্যবধান বেশি হওয়ায় তার এগিয়ে থেকে প্লে অফ খেলবে।
বাছাই পর্বের শেষ ম্যাচে জিততেই হবে আর্জেন্টিনা। এমন একটা ম্যাচে শুরুতেই বিধি বাম! ম্যাচের প্রথম মিনিটেই গোল দিয়ে বসে ইকুয়েডর। ইবারার গোলে স্বাগতিক সমর্থকরা উচ্ছাস করলেও হতাশা নেমে আসে আর্জন্টিনার রাজ্যে।
কিন্তু ম্যাচ নিয়ন্ত্রন নিতে বেশি সময় নেয় নি আর্জেন্টিনা। । দেবদূতের ভুমিকায় স্বংয় ফুটবলের যাদুকর লিওনেল মেসি। ম্যাচের ১২ মিনিটেই গোল করলেন এল এম টেন। ২০ মিনিটে আবারো দুর্দান্ত গোল আবার ও মেসি। এগিয়ে গেলে আর্জন্টিনা।