যানজট এর কারনে প্রায় ২ কিলোমিটার হেটে সামরিক বাহিনীর কুচকাওয়াজে যোগ দিয়েছেন ইন্দোনেশিয়ার রাষ্টপতি।
যানজটের কারনে ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকা সাধারন মানুষের নিত্য দিনের ঘটনা। কিন্তু কোন ভি.আই.পি আটকে থাকবেন ট্রাফিক জ্যামে !!! এমন টা তো কল্পনাও করা যায় না। তবে এমনটাই হয়েছে ইন্দোনেশিয়ায়। আর শুধু যানজটে পরে আটকেই রননি। বাধ্য হয়ে হেটেছেন প্রায় ২ কি:মি:। আর এমন টা ঘটেছে খোদ ইন্দোনেশিয়ার রাষ্টপতির সাথে।
জানা গেছে, বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো। সামরিকর বাহিনীর কুচকাওয়াজে অংশ নিতে যাচ্ছিলেন। এটি ছিলো সামরিক বাহিনীর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে। পথিমধ্যে অপ্রত্যাশিত ট্রাফিক জ্যামে আটকে পড়েন। উপায় না দেখে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হাটা শুরু করেন। দেশটির পুলিশ প্রধান ও ঐ সময় তার সাথে ছিলো। তিনি ও রাষ্টপতির দেখা দেখি হাটা শুরু করেন। অবশেষে তারা ২ কি: মি: হাটার পরে গন্তব্যে পৈাছান।
রাজধানী জাকার্তা থেকে আড়াই ঘন্টায় দুই কি:মি: পায়ে হেটে সিলেগনে অনুষ্ঠান স্থলে পৌছেন তারা।
এদিকে সম্পূর্ন ব্যাপারটা সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। রাষ্টপতির শুভাকঙ্খিরা এ ঘটনার সমালোচনা ও করেন। অনেকেই প্রশ্ন করেন কেন রাষ্টপতির জন্য হেলিকপ্টা পাঠানো হলো না।
তবে সংশ্লিষ্ট কতৃপক্ষ থেকে এখনো কোন উত্তর পাওয়া যায় নি।
আরো পরুন: কেরানীগঞ্জ উন্নয়ন সোসাইটির সফলতা।
সুত্র: প্রিয়