সীমান্ত এলাকায় অবৈধভাবে বেস ট্রান্সিভার স্টেশন (বিটিএস) বা টাওয়ার স্থাপন করায় বাংলালিংক কে ১৭ কোটি টাকা জরিমানা করেছে বিটিআরসি ।
৪৩৩ টি টাওয়ার অনুমোদনহীন স্থাপনের অভিযোগ পাওয়া গেলেওজরিমানা করা হয়েছে মূলত ১০৯টি টাওয়ারের জন্য ।
বিটিআরসি বলছে, ২০১৩ সালে অনুমতি ছাড়া সীমান্তে বিটিএস স্হাপন করলেও ২০১৬ সালে এর জন্য অনুমতি চেয়ে চিঠি পাঠায়।তবে চিঠি পাঠানো হলেও ঐ স্হাপনার জন্য কোন প্রকার অনুমতি দেয় নি বিটিআর সি।
বাংলালিংক এর বিরুদ্ধে ৪৪৬টি টাওয়ারের বিষয়ে অভিযোগ উঠলেও ২০১৩ সালের পরে স্হাপন করা বাংলালিংকের ৪০টি ও অন্যান্য অপারেটরদের সাথে শেয়ার করা ৬৯টি মোট ১০৯ টি অবৈধ টাওয়ারের ব্যাপারে খবর নিচ্ছিলো বিটিআরসি।
শেষমেষ গেল বুধবার বিটিআরসি কমিশন বৈঠকে বাংলালিংক কে ১৭ কোটি টাকা জরিমানা করেছে।
২০০৩ সালের মে মাসে বিটিআরসির কমিশন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সীমান্ত এলাকা থেকে ৮ কিলোমিটারের মধ্যে কোন টাওয়ার স্হাপন দরকার হলে বিটিআরসির অনুমতি নেয়া বাধ্যতামূলক। এরপর ২০১১ সালের বিটিআরসি বৈঠকে সিদ্ধান্ত হয় ভারতের বিধিনিষেধ শিথিল করার কারনে নিরাপত্তা ছাড়পত্র ছাড়াই শর্ত সাপেক্ষে টাওয়ার স্থাপনের অনুমতি দিবে বিটিআরসি। আর সেই নিয়ম এখনো অব্যাহত আছে।
কিন্তু বাংলালিংক এই নিয়ম ভঙ্গ করেই টাওয়ার স্থাপন করে সীমান্ত এলাকায়।
আরো পড়ুন: মোবাইলে পানি ঢুকলে কিভাবে নিজেই তা ঠিক করবেন
সুত্র: প্রিয় ডট কম।
is dapoxetine as effective as dapoxetine https://salemeds24.wixsite.com/dapoxetine
is ivermectin professional better https://ivermectin.mlsmalta.com/
levitra versus viagra versus vidalista https://vidalista40mg.mlsmalta.com/
tadacip cipla vs dapoxetine https://ddapoxetine.com/
cialis strengths for erectile dysfunction https://wisig.org/
hydroxychloroquine tab 200mg https://hydroxychloroquinee.com/
albuterol pills dosage https://amstyles.com/
replacement for prednisone steroids https://prednisone.bvsinfotech.com/
tadalafil 20 mg tablet price https://tadalafil.cleckleyfloors.com/
sleep medications for seniors https://edmeds.buszcentrum.com/