চেয়ারম্যান গরু !!!! শিরোনাম দেখে অবাক হয়েছেন নিশ্চই। আসলে মোহাম্মদপুরের একটা গরুর খামারে আসন্ন কোরবানীর ঈদ উপলক্ষে আনা একটি গরুর নাম রাখা হয়েছে চেয়ারম্যান নামে।
দ্য হাম্বা ফ্যাক্টরি। হাম্বা ফ্যাক্টরি টি আসলে একটি গরুর খামার । মোহাম্মদপুরে বেড়িবাধেই অবস্থিত গরুর খামারটি।
আর এই খামারের এই বারের ঈদের বিশেষ আকর্ষন চেয়ারম্যান নামক গরুটি।
কালো হাতির মতো সাহেবি ভাবের এই গরুটির পুরো শরীল কুচকুচে কালো।
চেয়ারম্যানের শিং , কানের কিছু অংশ ও লেজের দিক টা বাদে পুরো শরীর কালচে রঙে মোড়া।
গরুটির বয়স প্রায় ৪ বছর। কুষ্টিয়াতে জন্মেছে গরুটি। দাত ও রয়েছে ৪ টি । ৬ ফুটের বেশি উপরে উচ্চতা। আর দৈর্ঘ্যও প্রায় ১১ ফুট।
খাবার খায় দৈনিক প্রায় ২০-২৫ কেজি।
সাহেবি ভাবের এই কালো হাতির ন্যায় গরুটির পুরো শরীর কুচকুচে কালো। চেয়ারম্যানের শিং, কানের কিছু অংশ ও লেজের শেষ ভাগ বাদে সমস্ত শরীর ওর কালচে রঙে মোড়া। দ্য হাম্বা ফ্যাক্টরিতে লালিত পালিত এর ওজন প্রায় ১২০০ কেজি।
মালিকের আশা আসন্ন ঈদে চেয়ারম্যানকে সে ১২ লাখ টাকায় বিক্রি করবে।
আরো পড়ুন: এয়ার ফ্রেশনার নিজেই তৈরি করুন ঘরে বসে
সুত্র: প্রিয় ডট কম।