বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতিকে রক্ষায় সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচি পালন করছে বাংলাদেশ ছাত্রলীগ। শুক্রবার সকাল সাড়ে ১১ টার সময় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সংগঠনের শীর্ষ দুই নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ কর্মসূচির আওতায় সারাদেশে ছাত্রলীগের প্রত্যেকটি কমিটির প্রতি বৃক্ষরোপন কর্মসূচি সফল করার নির্দেশ দেয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি বারেক হোসাইন আপন এর নেতৃত্বে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীর আন-নাজাহ্ মডেল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বৃক্ষরোপণ ও সংরক্ষণের জনসচেতনতা মূলক কর্মসূচীর।
তিনি বলেন, ‘পরিবেশ ও গাছপালা আমাদের বন্ধু। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুজলা-সুফলা বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে, বাঙালির জীবনকে ফুল ও ফলে ভরে তুলতে গাছ লাগানোর বিকল্প নেই।’
এই আয়োজনে উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ইউসুফ আলী সিরাজী এবং বাংলাদেশ ছাত্রলীগের অন্যান্য নেতৃবর্গ।
আরো পড়ুন ,ভালো নেই ওয়াসীর মা,পাশে দাঁড়ালেন এন আই সৈকত