পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঢাকা মহানগর (দক্ষিন) ছাত্রলীগের সৌজন্যে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শুক্রবার (২২ মে) সকাল থেকই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগ এর প্রচার সম্পাদক – মোঃরিয়াজ মোল্লা। নিজ অর্থায়নে ২৭৪ হতদরিদ্র পরিবারের মাঝে ২-কেজি আলু, ১-পেকেট-লাচ্ছা সেমাই,১-কেজি চিনি, ১-লিটার তেল, ১-কেজি ডাল,১-কেজি পিয়াজ, ৫-কেজি চাল-সহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগ এর প্রচার সম্পাদক – মোঃরিয়াজ মোল্লা বলেন, এগুলো আমার ঈদ এর জন্য জমানো টাকা বেঁচে থাকলে ঈদ পাবো।
আমরা সকলে মিলে এবার ভিন্ন রকম ঈদ উদযাপন করতে পারি, ভিন্ন মাত্রায়, ভিন্ন মেজাজে।আপনি আমি সিদ্ধান্ত নিতে পারি এবারের ঈদের খরচটা বাঁচিয়ে ক্ষুধার্ত মানুষকে দান করার এবং নিরাপদে ঘরে থাকার।আসুন আমরা একে অন্যকে প্রভাবিত করি, আমাদের পরিবারের সদস্য দের ধৈর্যশীল হতে উৎসাহিত করি, তাদের হাত দিয়ে গরীবকে খাবার বিতরণ করি এবং ভিন্ন অনুপ্রেরণায় সহজ-সরল ভাবে ঈদ উদযাপন করি।
তিনি অারও বলেন এই সময়টা সবাইকে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর সময়।তাই সবাইকে পাশে দাড়ালে অসহায় মানুষগুলোর খেতে পারবে বলে জানান তিনি।
আরো পড়ুন,অনলাইনে পরিক্ষামূলক ক্লাস করা জবি শিক্ষক-শিক্ষার্থীদের অভিজ্ঞতা: প্রণোদনার পরামর্শ