নরসিংদী জেলা ছাত্রলীগের উদ্যোগে অসহায় হত-দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মে) সদরের কামারগাঁও সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের হাতে জেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি হাসিবুল হাসান মিন্টু উপহার সামগ্রী তুলে দেয়। এরমধ্যে ছিলো, এক লিটার তৈল, এক কেজি চিনি, এক লিটার দুধ, সেমাই, নারিকেল, নুডুলস, ২৫০গ্রাম কিসমিস।
জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু নিউজ ঢাকাকে জানান, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে নরসিংদী জেলা ছাত্রলীগের উদ্যোগে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের হাতে ঈদ উপহার তুলে দিয়েছি। এতে সার্বিক অনুপ্রেরণা নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ মতিন ভূঞা ও নরসিংদী শহর আওয়ামীলীগের সভাপতি মেয়র আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল।
আরো পড়ুন,সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী রনির পাশে প্রাকীর্তি ফাউন্ডেশন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে