যুগের সাথে তাল মিলিয়ে বেড়েই চলছে মোবাইল ফোন ইউজারের সংখ্যা। আজকাল স্মার্ট ফোন ছাড়া যেন আমাদের চলেই না। সাত থেকে সত্তর, সব বয়সী মানুষের জন্য মোবাইল নিত্ত প্রয়োজনীয়।অনেক সময় দেখা যায় অসতর্কতাবশত মোবাইল পানিতে পরে যায়। আর তাতেই দেখা দেয় বিপত্তি। এছাড়া ঝড় বৃষ্টির কবলে পরলে মোবাইলে পানি ঢুকা খুবই স্বাভাবিক।
এর জন্য অনেক কোম্পানীই ওয়াটার প্রুফ ফোন বানাচ্ছে। কিন্তু সেসব ফোনের দাম সাধারন মানুষের নাগালের বাইরে। তাই ফোনটি যদি ওয়াটার প্রূফ না হয়ে থাকে চেক করে নিন নিচের টিপস গুলো ।
- ফোনে পানি পড়লে তা স্টাট করার আগে ভালো ভাবে মুছে নিন। ব্যাটারী, কভার গুলো খুলে ভালো ভাবে শুকনা কাপড় দিয়ে মুছে নিন ।
- ফোনে চা বা কফি পড়লে সাথে সাথেই মুছে ফেলা উচিত। যত বেশি তরল পানীয় থাকবে তত বেশি ফোনের পার্স বিকল হবার সম্ভাবনা থাকে।
- ফোনটিকে ভালো ভাবে ঝাকানোর চেষ্টা করুন । তবে লক্ষ রাখবেন যাতে হাত থেকে ছুটে না যায়।
- ফোনের সিম কাড মেমোরী কাড খুলে ফেলুন। তার পর ভিতরের অংশ পরিষ্কার করুন। যে পর্যন্ত সিউর না হচ্ছেন যে ফোনে পানি নাই, ফোনটি অন করবেন না।
- ফোন শোকাতে ভুলেও হেয়ার ড্রায়ার ব্যাবহার করবেন না। এই ক্ষেত্রে ফোনের ভিতরের পার্স গলে যাবার সম্ভাবনা থাকে।
- ফোনে স্কীন গাড লাগানো থাকলে তা খুলবার ব্যবস্থা করুন।
- ফোনটিকে রোদে দিন । অল্প পানি ঢ়ুকে থাকলে তা রোদে শুকিয়ে যাবে।
- ফোনটিকে প্লাস্টিকের ব্যাগ বা বায়ুরোধক কোন যারের মধ্য রাখুন। এছাড়া চালের মধ্যে রেখে দিতে পারেন। ভেজা জিনিসের পানি শুষে নেয়ার ক্ষমতা রাখে চাল । এটি একটি কার্যকরী ট্রিকস। ফোন র্স্টাট দেওয়ার আগে ৮/১০ ঘন্টা ফোনটি চালের মধ্যে রেখে দিন।
- ফোনটি কোন ভাবেই সরাসরি ফ্যানের বাতাসে শুকাবেন না। তবে এয়ার কন্ডিশনারের ভোল্টের সামনে রেখে দিতে পারেন।
- সম্ভব হলে ভ্যাকুয়াম ক্লিনার ব্যাবহার করুন।আপনার ফোনের বিভিন্ন অংশের মধ্যে থেকে একদম ক্ষুদ্র পানির বিন্দু টেনে বের করতে এর জবাব নেই।তবে নমনীয় ও সহনশীল মাত্রায়।
- ফোনটি চালু করার আগে ব্যাটারী ফুল চার্জ দিয়ে নিন।তাতে স্ক্রীনের নিচের বাস্পাকার জলীয় অংশ বিলীন হয়ে যাবে।
গবেষণায় দেখা গেছে মোবাইলে পানি ঢুকে গেছে এমন ৫৭ % কেইসে মোবাইল নষ্ট হয়ে যাওয়ার কারণ মোবাইল থেকে পানি বের করতে যেয়ে মোবাইল নষ্ট করা । সুতরাং একদম তাড়াহুড়ো। আপনার পানিতে পরে যাওয়া মোবাইলকে সচল করতে আপনার পুরোটা ধৈর্য ও বুদ্ধিকে কাজে লাগান। সফল হবেন। তবে মনে রাখবেন মোবাইল ব্যবহারে সতর্কতাই মোবাইলের লাইফটাইম বাড়িয়ে দেয়।
দরুন একটা জানানোর জন্য newsdhaka24.com কে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং এই ধরনের আরো নতুন বিষয় আপনাদের থেকে জানার আশায় রইলাম।
ivermectina posologia https://ivermectin.mlsmalta.com/
samples of viagra and dapoxetine https://ddapoxetine.com/
tadalafil cialis 20mg tab https://wisig.org/
can plaquenil help with fibromyalgia https://hydroxychloroquinee.com/
amstyles.com https://amstyles.com/
prednisone 50 mg tablet https://prednisone.bvsinfotech.com/
best over the counter erectile dysfunction medication https://tadalafili.com/
buy hydroxychloroquine 200 mg https://hydroxychloroquine.mymvrc.org/
best price cialis 20mg australia http://tadalafila.online/