রংপুরে ‘ভিআইপি জেনারেল হসপিটাল’ নামক একটি বেসরকারী ক্লিনিক এ চিকিৎসকের ভুলের কারনে মৃত্যু হয়েছে এক শিশুর ।
এ ঘটনায় হাসপাতালের ২ জন ডাক্তার সহ সর্বমোট ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মৃধার বাবা মিঠাপুকুর উপজেলার সন্তোষপুর গ্রামের মাহমুদ হোসেন বাদী হয়ে মঙ্গলবার রাতে রংপুর কোতয়ালী থানায় এ মামলা করেন।
গত বুধবার দুপুর বেলা ক্লিনেকের নার্স, ওয়ার্ড বয় ও কর্মচারী সহ ৬ জনকে আটক করে স্থানীয় পুলিশ। তবে ২ ডাক্তার সহ বাকীরা এখোনো পলাতক অবস্থায় আছে।
মামলার দায়িত্বপ্রাপ্ত স্থানীয় থানার ওসি জনাব এবি এম জাহিদুল ইসলাম জানান, আটকদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এছাড়া শিশুটির কিডনি চুরির যে অভিযোগ পাওয়া গেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে শিশু মৃধাকে দালালের মাধ্যমে ভর্তি করা হয় নগরীর ইসলামবাগ আরকে রোডের অনুমোদনহীন ভিআইপি জেনারেল হাসপাতালে ।মঙ্গলবার রাতে মৃধার হার্নিয়ার অস্ত্রোপচার শুরু করার আগে করা হয় বিভিন্ন ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা। অনেক সময় অতিবাহিত হলেও অস্ত্রোপচার শেষ না হওয়ায় স্বজনদের সন্দেহ হয়।
এসময় হিরম্ব কুমার ও বিপ্লব নামে ২ ডাক্তার বলেন মৃধার অবস্থা ভালো না। অক্সিজেন দিতে মৃধাকে অন্য কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে। এই বলে তারা সটকে পরেন। হারনিয়ার অস্ত্রোপচারের নামে ঐ হাসপাতালে শিশুটির কিডনি চুরি করা হয়েছে বলে অভিযোগ করেন তার স্বজনরা।