দিন যত যাচ্ছে, ভারতে পাল্লা দিয়ে বাড়ছে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা। করোনা ছড়িয়ে পড়ছে দেশটির বিভিন্ন রাজ্যে।
রবিবার সকালে দ্য হিন্দুর হালনাগাদ তথ্য অনুযায়ী, ভারতে করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজার ৫৮৮ জন। মারা গেছেন ১০৪ জন।
এছাড়া ভারতে করোনা আক্রান্তদের মধ্যে ৪২ শতাংশেরই বয়স ২১ থেকে ৪০ বছর বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এই সময় জানিয়েছে, করোনা সংক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। এ ছাড়া তামিলনাড়ু, কেরালা, দিল্লির মতো রাজ্যেও উদ্বেগজনকভাবে বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা।
উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় এই প্রথম বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৮ এপ্রিল সাংসদদের বৈঠকে ডেকেছেন তিনি।
সামাজিক দূরত্ব বিধিনিষেধের কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বহু প্রতীক্ষিত সর্বদলীয় বৈঠক হতে চলেছে। এর আগে বিভিন্ন রাজ্যের প্রশাসনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে।
এদিকে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১২ লাখ ২ হাজার ২৩৬ জনে দাঁড়িয়েছে। মারা গেছেন ৬৪ হাজার ৭৫৩ জন। এখন পর্যন্ত সেরে উঠেছেন ২ লাখ ৪৬ হাজার ৪৫৭ জন।
dapoxetine for premature ejaculation https://salemeds24.wixsite.com/dapoxetine
how to take careprost correctly https://carepro1st.com/
dapoxetine for bph insurance coverage https://dapoxetine.confrancisyalgomas.com/
naltrexone pills https://naltrexoneonline.confrancisyalgomas.com/
price ivermectin walmart https://ivermectin.webbfenix.com/
vidalista reviews by consumers https://vidalista.mlsmalta.com/
hydroxychloroquine covid 19 studies https://hydroxychloroquine.webbfenix.com/
cialis reviews 20 mg http://www.lm360.us/
sildenafil coupon http://droga5.net/
silagra and high blood pressure https://silagra.buszcentrum.com/
walmart 4 dollar list 2019 https://keflex.webbfenix.com/
hydroxychloroquine sulfate australia https://hydroxychloroquine.mlsmalta.com/
sarcoptic mange ivermectin dosage https://ivermectin.mlsmalta.com/
tadalafil 40 mg daily https://wisig.org/
hydroxychloroquine clinical test results https://hydroxychloroquinee.com/
ventolin syrup dosage https://amstyles.com/
fspriligygs is there a generic priligy https://ddapoxetine.com/
long term effects of tadalafil https://tadalafil.cleckleyfloors.com/
buy hydroxychloroquine in canada https://hydroxychloroquine.mymvrc.org/