সামসুল ইসলাম সনেট:
কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সোনাকান্দা গ্রামে ব্যাক্তি উদ্যোগে দুস্থ গরীব ও অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ৩১ মার্চ (,মঙ্গলবার) বিকেলে রোহিতপুর ইউনিয়ন পরিষদের সোনাকান্দা পশ্চিম পাড়া একাতা সংঘের উদ্যোগে মোঃ ফিরোজ আলম,আব্দুল কুদ্দুস,সুরুজ মিয়া,হজরত আলী মাদবর, শহীদুল্লাহ মাদবর,নজরুল ইসলাম,আবুল হাসনাত,ডাক্তার রবিউল,শরীফ ভুইয়া,নুরনবীর সম্মিলিত উদ্যোগে ৭৫ জন অসহায় গরীবের মাঝে ১৫ কেজি চাল, ৩ কেজী পেঁয়াজ, ৩ কেজী আলু, ১ কেজী ডাল ও ১ কেজী করে তেল বিতরণ করা হয়।`
এ বিষয়ে উদ্যোক্তারা জানান, দেশের এই ধরনের পরিস্থিতিতে এলাকাবাসীর এই উপকার করতে পারাটা আমরা সেবা হিসেবেই মনে করি, ভবিষ্যতে এমন আরও সেবা মূলক কাজে এগিয়ে আসাবো ইনশাআল্লাহ।