করোনা ভাইরাস প্রতিরোধ ও ভাইরাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা জেলা (দঃ) ছাত্রলীগ এর উদ্দ্যোগে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়। শুক্রবার জুমার নামাজের পরে ঢাকা জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারন সম্পাদক এহসান আরাফ অনিক এর নেতৃত্বে চুনকুটিয়া থেকে কৈবর্তড় পাড়া হয়ে কালীগঞ্জ বাজারে বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় মানুষ জন কে করোনা ভাইরাস সম্পর্কে সাবধান ও নিরাপদ থাকার জন্য অনুরোধ করা হয়। অপ্রয়োজনে জন সাধারনকে বাড়ির বাইরে বের না হওয়ার জন্যও অনুরোধ করেন ঢাকা জেলা (দঃ) ছাত্রলীগ এর সাধারন সম্পাদক এহসান আরাফ অনিক। তিনি আরো বলেন সকলের সহযোগিতায় আমরা এই পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবো। তাই সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। এই সময় এহসান আরাফ অনিকের সাথে ছাত্রলীগ এর কর্মীরাও উপস্থিত ছিলেন।
I was suggested this web site by my cousin. I’m not sure whether this post is written by him as no one else know such
detailed about my trouble. You’re incredible!
Thanks!
my page … 토토 – http://www.indiegogo.com,